কদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে রায়হান জুয়েল পরিচালিত পরীমনি অভিনীত সিনেমা অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। তা নিয়ে প্রায় প্রতিদিনই প্রচারণায় ব্যস্ত তারা। এরই মাঝে এই পরিচালক ও অভিনেত্রী জুটি চলো বদলে যাই নামে নতুন একটি সিনেমার ঘোষণা দিলেন।
ফেসবুকে পরিচালকের সঙ্গে একটি ছবি পোস্ট করে রোববার রাত সাড়ে ৮টার দিকে নতুন এই সিনেমার নাম ঘোষণা করেন পরীমনি।
এদিকে এই সিনেমার বিষয়টি পরিচালক রায়হান জুয়েলও নিশ্চিত করেছেন।
নতুন সিনেমায় পরীমনির সঙ্গে কবে চুক্তিবদ্ধ হলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ যেটা বলে সেটা এখনও হয়নি। আমি এই সিনেমার গল্পটা ভাবার সময় পরীমনিকেই ভেবে রেখেছিলাম। তাকে গল্পটা শুনানোর পর তারও খুব পছন্দ হয়েছে, গল্পটা নিয়ে সে বেশ এক্সসাইটেড। গল্প শোনেই পরীমনি বলল- চলেন সিনেমার নাম ঘোষণা দিয়ে দেই।’
সিনেমাটির গল্প নিয়ে জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘গল্পটি নিয়ে আরও কাজ করার বাকি আছে। পরীমনি গল্পটা শুনে সেও কিছু বিষয় আলোচনা করেছে। আমরা এখনও গল্পটার ফাইনাল লাইনআপ করছি।
তবে এটুকু বলা যায় এটি থ্রিল, রোমাঞ্চ ও অ্যাকশনধর্মী একটি কমার্শিয়াল সিনেমা হবে।’ আর কে কে থাকছেন এই সিনেমায় তা এখনও ফাইনাল করা হয়নি বলেও জানান পরিচালক।
তিনি বলেন, ‘এটি নিয়ে আমাদের আরও কিছু কাজ বাকি আছে, আশা করছি ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আমরা সব ঘোষণা দিব।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।