দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তার ফ্যান ফলোয়ারের সংখ্যা অগণিত। কিছুদিন আগে তার ফলোয়ারের তালিকায় এসেছে একটি নাম, যা শুনে সবাই চমকে গেছে।
সম্প্রতি জানা গেছে, টুইটারে মহেশবাবুকে ফলো করতে শুরু করেছেন বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে একজন বিল গেটস। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের পর আরও এক ভারতীয় অভিনেতা মহেশ বাবুকে টুইটারে ফলো করতে শুরু করেছেন বিল গেটস।
এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত মহেশ ভক্তরা। এই মুহূর্তে বিদেশের মাটিতে পরিবারের সঙ্গে অবস্থান করছেন মহেশ বাবু। স্ত্রী নম্রতা আর মেয়ে হলিডে মুডে রয়েছেন এই দক্ষিণী সুপারস্টার। ইউরোপে ছুটি কাটিয়ে এখন আমেরিকায় রয়েছেন এই তারকা পরিবার।
সেখানেই বিজনেস টাইকুন বিল গেটসের সঙ্গে দেখা করেন মহেশবাবু। বিল গেটসেরও বিরাট ভক্ত এই দক্ষিণী সুপারস্টার। মাইক্রোসফটের মালিক বিল গেটসের ফ্যান বয় মোমেন্ট হু হু করে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।