কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। একের পর এক সিনেমা মুক্তি অপেক্ষায় রয়েছে তার। এছাড়া শোনা যাচ্ছিল, ওটিটি পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর।

অবশেষে বাতাসে ভেসে আসা খবর প্রকাশ্যে আনলো প্রযোজনা সংস্থা এসভিএফ। নির্মাতা দেবালয় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ওটিটির পর্দায় দেখা যাবে শুভশ্রীকে। কল্লোল লাহিড়ির লেখা উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নিয়ে নির্মিত হবে ওয়েব সিরিজ। এর প্রধান চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।

যেখানে, ইন্দুর বিয়ে হয় এক মদ্যপ ব্যক্তির সঙ্গে। অল্প বয়সেই এক সন্তান নিয়ে বিধবা হয়ে যায় সে। সেই ইন্দু ভাতের হোটেল চালু করে। এর নাম দেয় ‘ইন্দুবালার ভাতের হোটেল’। মূলত গল্পটায় উঠে আসবে ইন্দুর জীবন সংগ্রামের কাহিনী।

ওটিটিতে কাজের প্রসঙ্গে শুভশ্রী বলেন, আমি ভীষণ খুশি ও উচ্ছ্বসিত ওটিটিতে অভিষেক হতে চলেছে হইচইয়ের হাত ধরে। ইন্দুবালা ভাতের হোটেল-র চরিত্রটার মধ্যে একাধিক পরত রয়েছে। ইন্দুর চরিত্রটি খুবই শক্তিশালী, পাশাপাশি বেশ কঠিন। আশা করব এই সিরিজটি সফল হবে।