প্রিন্স মিলন: “সৃষ্টি মিউজিক” এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে প্রকাশ হতে যাচ্ছে “পাখি” শিরোনামের নতুন একটি মৌলিক গান। চমৎকার এই গানটি গেয়েছেন বর্তমান সময়ের তরুন উদীয়মান কন্ঠশিল্পী প্রিন্স মিলন। “পাখি” গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মিলন নিজেই।
গানটির সংগীতায়াজন করেছেন বর্তমান সময়ের সাড়া জাগানো সংগীত পরিচালক রোহান রাজ। গানটিতে খুব সুন্দর একটি লিপসিং ভিডিও ধারন করা হয়েছে, গানটি ঢাকা ৩শ ফিট এলাকায় বিভিন্ন লোকেশনে শর্ট করা হয়েছে “পাখি” গানটির মিউজিক ভিডিও নির্মানে ছিলেন সময়ের সফল ও ব্যস্ততম ডিরেক্টর রনবির কুমার পাল ও ডিওপিতে ছিলেন ক্যামেরামান জুয়েল।
গানটি প্রোডেউস করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আমিরুল ইসলাম “নয়ন বাবু” এ পসঙ্গে মিউজিক ডিরেক্টর রোহান রাজ বলেন, প্রিন্স মিলন বরাবরই খুব ভালো গায় বরাবরের মত এই গানটিও খুবই ভালো গেয়েছে, গানটি খুবই ভালো হয়েছে আশা করি গানটি সকলের মনে জায়গা করে নিবে।
চ্যানেল এর কর্নধর নয়ন বাবু বলেন, “পাখি” গানটি নিয়ে আমি অনেক আশাবাদি। গানটি অনেক ভালো গেয়েছে মিলন পাশাপাশি কথা মালা সাজিয়েছে দারুন, সব কিছু মিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক। এছাড়াও “সৃষ্টি মিউজিক” এর চ্যানেল থেকে প্রিন্স মিলনের “কার মনে তোর বাড়ি” শিরোনামের নতুন একটি গানের কাজ শেষ হয়েছে এটাও খুব শ্রীঘ্রই আসছে।
এ বিষয়ে কন্ঠশিল্পী প্রিন্স মিলন এর কাছে জানতে চাইলে সে বলেন, আপনাদের দোয়া ও ভালবাসায় আমার এর আগেও আমার কিছু গানে আপনাদের বেশ সাড়া পেয়েছি, এই গানটিতেও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো গাইতে। গানটি বর্তমান প্রজন্মের জন্য করেছি।
গান ও ভিডিও সহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি, সব কিছু মিলিয়ে ভালো কিছু উপহার দিতে যাচ্ছি । শুধু তাই নয় “সৃষ্ট মিউজিকে আরো ২ টা গান আসছে আমার। আমার ও আমাদের জন্য সকলে দোয়া করবেন, আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।