চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকির অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সোহেল রানার বিরুদ্ধে করা জিডিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, অভিযুক্ত আদালত থেকে জামিনে বেরিয়ে এসে খোকনকে হত্যার হুমকি দিচ্ছেন বলে জানা গেছে। জিডি নম্বর ১১৫।

 

খোকন জিডিতে উল্লেখ করেন, সোহেল রানা জামিনে বেরিয়ে এসে তার নামে করা মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা বলে।

না হলে মেরে ফেলার হুমকি দেয়। শুধু তাই নয়, কয়েকদিন হলো অজ্ঞাতনামা লোক তাকে অনুসরণ করছে বলেও জানান তিনি।

খোকন জানান, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ‘দেশা দ্য লিডার’সহ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন তিনি।