একটি ওটিটি প্ল্যাটফর্মের আমন্ত্রণে কলকাতায় গিয়েছিলেন ঢাকার এক ঝাঁক তারকা। সেখানে গিয়ে টালিউডের সুপারস্টার প্রসেজিত চ্যাটার্জির নিমন্ত্রণে তার বাসায় গিয়েছিলেন সবাই। চঞ্চল চৌধুরীর সাথে ‘মনের মানুষ’ সিনেমা থেকেই বেশ পরিচিত প্রসেজিত।

আcরো পড়ুন: রাশিয়ায় স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৯

ভারতে তৈরি হবে আইফোন ১৪

আদর করে চঞ্চলকে ‘বাবু’ বলে ডাকেন তিনি। গেল ২৩ সেপ্টেম্বর চঞ্চল চৌধুরীকে ফোন করে দাওয়াত দিয়েছিলেন বুম্বা দা। তবে চঞ্চল একা নন। তার সাথে থাকা বাংলাদেশ থেকে যাওয়া প্রতিটি তারকাকে যাওয়ার নিমন্ত্রণ দেয়া হয়। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে প্রসেজিতের কথা রাখতে তার বাসায় হাজির হন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, পরিচালক সৈয়দ শাওকিসহ বাংলাদেশের ১০ জন অভিনেতা ও কলাকুশলী। সেখানে জমিয়ে আড্ডা মারেন সবাই। আলোচনা হয়েছে দুই দেশের সিনেমা নিয়েও।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল এই আড্ডা নিয়ে গণমাধ্যমে বলেন, ‘পর্দায় দেখা আর শুটিংয়ে দেখা মানুষটা এতটা বিনয়ী, এতটা অতিথিপরায়ণ হবে ভাবাই যায় না। তিনি নিজে বসে থেকে খাবার পরিবেশন করালেন। কার কী লাগবে খেয়ালও রাখছিলেন। আর বাংলাদেশের কাজ তিনি নিয়মিত দেখেন। চরকি তাঁর সাবস্ক্রাইব করা। “হাওয়া” সিনেমা নিয়ে কথা বললেন। দুই বাংলাতেই কাজ নিয়ে কীভাবে দর্শকদের সামনে আসা যায়, সেগুলো নিয়ে কথা বললেন।

পরে পুরো বাড়ি ঘুরে দেখালেন। কতটা ঐতিহ্যের মধ্যে তিনি বসবাস করেন ভাবা যায় না। আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল। পরে তিনি দুটো গাড়ি দিয়ে আমাদের পৌঁছে দিলেন।’