ভারতের বিখ্যাত স্ট্যান্ডআপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব আর নেই। গেল ১০ আগস্ট নিজ বাড়িতে জিম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। তারপর থেকেই হাসপাতালে চিকিৎসা চলছিল তার।

দেশটির নয়াদিল্লির এইমস হাসপাতালে দীর্ঘ ৪১ দিন লড়াই করার পর বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে সেখানে তার মৃত্যু হয়। রাজুর পরিবার মৃত্যুর সংবাদটি গণমাধ্যমে নিশ্চিত করে। রাজুর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক অনিল মুরারকা জানান, হার্ট অ্যাটাকের পর প্রথমে তার অ্যানজিওপ্লাস্টি হয়।

দুটি স্টেন্টও বসে। কিন্তু তাতে হার্ট সচল হলেও রাজু সুস্থ হননি। হার্ট সচলের পাশাপাশি মস্তিষ্ক সচল থাকায় তাকে ভেন্টিলেশন সাপোর্টেই রাখার সিদ্ধান্ত নেয়া হয়। টানা ২০ দিন এভাবে চিকিৎসা চলছিল। কিন্তু আজ হঠাৎ সেসব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই জনপ্রিয় কৌতুক অভিনেতা।