বিয়ের মাত্র দুই মাসের মাথায় মা হচ্ছেন ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবার জনপ্রিয় এই অভিনেত্রীকে খোঁচা দিয়ে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রাখি সাওয়ান্ত।

প্রায়ই নানা রকম মন্তব্য করে আলোচনায় থাকেন ‘বলিউডের কন্ট্রোভার্সি গার্ল’ রাখি। সম্প্রতি তাকে বর্তমান প্রেমিক আদিল খানের সঙ্গে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। এই সময় সেখানে উপস্থিত সাংবাদিকরা তাকে আলিয়ার মা হওয়ার বিষয় নিয়ে মন্তব্য করতে বলেন।

 

তখন রাখি তার ইচ্ছা প্রকাশ করে বলেন, ‘আমি কবে মা হবো? রাখি আরো বলেন, ‘আমি মা হতে চাই। বিয়ের আগেও যদি সুখবর আসে তাহলে চিন্তা করবেন না। যখনই সুখবর দিবো, পরের দিনই বিয়ে করবো। আজকাল এভাবেই চলছে, তাই না?

কিন্তু এটা করা অপরাধ, তাই না! আমি এটা করবো না, সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন না। আমি শুধু জানি, যে আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করবে সে ধর্মগুরু হিসেবে জন্ম নেবে। এই দেশের জন্য ত্রাণকর্তা হবে। খুন, অপরাধের ফাঁদে আটকদের পথ দেখাবে।

তা নাও হতে পারে, কারণ আপনারা জানেন আমি কত ভালো মেয়ে। বর্তমানে ব্যবসায়ী আদিল খান দুরানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে আলোচনায় রাখি সাওয়ান্ত। যদিও এই বিষয় নিয়ে এখন মুখে কুলুপ এঁটে আছেন ‘ড্রামা কুইন’ রাখি।