সম্প্রতি পোশাক ছাড়া ফটোশুট করে হইচই ফেলে দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রণবীরের সিং। সেই ছবি নিয়ে আলোচনা থামছেই না৷ সমালোচনাও চলছে।
এবার সামাজিকমাধ্যমে এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার নগ্ন ছবির মাধ্যমে ‘নারীদের অনুভূতি আঘাত করেছেন’ । গত সোমবার (২৫ জুলাই) এই অভিযোগে রণবীরের বিরুদ্ধে এফআইআর-এর জন্য মুম্বাই পুলিশের কাছে আবেদন করা হয়েছে। সংবাদ সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব মুম্বাই শহরতলীর একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তা চেম্বুর থানায় এফআইআর আবেদনটি জমা দিয়েছেন।
অভিযোগকারী বলেছেন, ‘অভিনেতা নারীদের অনুভূতিতে আঘাত করেছেন এবং তার ছবির মাধ্যমে তাদের শালীনতাকে অপমান করেছেন’। অভিযোগকারী তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে মুখ খুলেননি রণভীর সিং।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।