রাশমিকা মান্দানা। গুগলে ‘ন্যাশনাল ক্র্যাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ দিলে চলে আসে দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রীর নাম। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘ক্রিক পার্টি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। সিনেমাটিতে রক্ষিত শেঠির সঙ্গে জুটি বেঁধে হাজির হন রাশমিকা। প্রথম সিনেমায় অভিনয় করতে গিয়েই প্রেমের সম্পর্কে জড়ান তিনি। এক বছর চুটিয়ে প্রেম করার পর বাগদান সারেন এই যুগল।
কিন্তু তার এক বছর পরই সবাইকে অবাক করে দিয়ে এই বিয়ে ভেঙে দেন রাশমিকা।সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু এ পরিস্থিতি দারুণভাবে সামাল দেন রক্ষিত। রাশমিকার বিরুদ্ধে কোনোরকম অভিযোগ করেননি। সমালোচকদের মুখ বন্ধ করতে রাশমিকার পক্ষে বক্তব্য দেন তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে রক্ষিত শেঠি বলেছিলেন, রাশমিকাকে নিয়ে আপনারা আপনাদের মতো মতামত দিয়েছেন। এজন্য আপনাদের দোষারোপ করছি না। তবে আমি তাকে দুই বছরের বেশি সময় ধরে চিনি-জানি এবং আপনাদের চেয়ে তাকে ভালো চিনি। এখানে অনেক বিষয়ই কাজ করেছে। দয়া করে তাকে বিচার করা বন্ধ করুন। রাশমিকাকে শান্তিতে থাকতে দিন।
এরপর দীর্ঘ সময় কেটে গেছে। রাশমিকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে নাম জড়িয়েছে তার। কিন্তু সেই রক্ষিতের সঙ্গে কী এখনও সম্পর্ক রেখেছেন রাশমিকা? এ প্রশ্নের উত্তর রক্ষিত শেঠি নিজেই দিয়েছেন।
বলিউড বাবলের সঙ্গে আলাপকালে রক্ষিত শেঠি বলেন, ‘রাশমিকার জন্মদিনে আমি তাকে শুভেচ্ছা জানাই, সেও আমার জন্মদিনে শুভেচ্ছা জানায়। আমাদের মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বর্তমানে তেলেগু ভাষার ‘আড়াভালু মিকু জোহারলু’ ও হিন্দি ভাষার ‘মিশন মজনু’, ‘গুডবাই’ সিনেমার কাজ রাশমিকার হাতে রয়েছে। ‘মিশন মজনু’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হতে যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।