বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ব্যক্তিগত জীবনে অনেক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তার। এ তালিকায় রয়েছেন রোমানিয়ান মডেল ও উপস্থাপিকা ইউলিয়া ভান্তুর। অনেক দিন ধরেই এ জুটির প্রেমের গুঞ্জন উড়ছে। রোববার (২৪ জুলাই) ছিল ইউলিয়ার জন্মদিন।

কথিত প্রেমিকার বিশেষ দিনে হাজির হয়েছিলেন সালমান খান। জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন ইউলিয়া। এ পার্টির একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যায়, কালো রঙের গাউন পরেছেন ইউলিয়া।

 

আর তার সঙ্গে রং মিলিয়ে পোশাক পরেছেন সালমান খানও। এ ছাড়াও পার্টিতে উপস্থিত হয়েছিলেন—সালমানের ভাই সোহেল খান, শ্যালক আয়ুষ শর্মা, সুরকার সাজিদ প্রমুখ। জন্মদিন উদযাপনের একটি ছবি শেয়ার করে অভিনেতা আয়ুষ শর্মা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,

‘ইউলিয়া তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তুমি সবসময় হাসতে থাকো এবং আনন্দ ছড়িয়ে দাও। গত কয়েক বছর ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, প্রেম করছেন সালমান-ইউলিয়া। যদিও এ সম্পর্ক নিয়ে মুখ খুলেননি এই দুই তারকা। তবে দু’জনকে প্রায়ই পার্টি এবং পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়।