টালিউডের জনপ্রিয় অভিনেতা যশ গুপ্তের জন্মদিনে ভালোবাসার একটি বার্তা দিয়ে গোপন কথা ফাঁস করলেন নুসরাত। তারা পরস্পরকে কী বলে সম্বোধন করে সেই গোপন কথা সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।
পাহাড়ের কোলে যশকে জাপটে ধরে দুই জনের ঘনিষ্ট একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। ছবিতে দুজনের মুক্তো ঝরা হাসি ফ্রেমবন্দি হয়েছে। দুজনের ব্যক্তিগত রসায়ন যে খুবই জমে উঠেছে এই ছবিটি তারই প্রমাণ। ছবিটির সঙ্গে নুসরাতের বার্তা, ‘শুভ জন্মদিন hon (honey) যশ দাশগুপ্ত, আনন্দে ভরে উঠুক জীবন। অনেক ভালোবাসা’। নুসরাতের এই বার্তার জবাবে যশ লেখেন, ‘ধন্যবাদ hon (honey)’। সঙ্গে একটা লাল হৃদয়ের ইমোজি জুড়ে দেন যশ।
এই পোস্টে স্বভাবতই স্পষ্ট ভালোবেসে একে অপরকে ‘hon’ বলে সম্বোধন করেন তারা। যদিও অনেকেই ‘hon’ শব্দের অর্থ বুঝতে পারেননি, কেউ কেউ আবার সেই নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, ‘হন না বোন?’ আবার একজন লিখেছেন, ‘আচ্ছা হন মানে হনু নয় তো?’ এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘ওরা দুজনে কি হনহনিয়ে হাঁটে?’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।