গত ঈদের রেশ না কাটতেই আরেক ঈদের আগমনী বার্তা শুরু হয়েছে। তাই অন্যান্য অঙ্গনের মতো বিনোদন অঙ্গনও কর্মমুখর ঈদের নাটক নির্মাণে। সেই যাত্রায় শামিল হয়েছেন জ্যেষ্ঠ অভিনেতা আজিজুল হাকিম। তিনি ঈদের নাটকের শুটিং শুরু করেছেন।

এরই মধ্যে সাত পর্বের একটি ঈদ ধারাবাহিক নাটকের শুটিং শেষ করেছেন। নিয়াজ মাহবুবের পরিচালনায় নাটকটির নাম ‘ড্রিম ট্যারেস’। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। এ ছাড়া দীপু চৌধুরীর পরিচালনায় একটি এক খণ্ডের ঈদের নাটকে অভিনয় করেছেন আজিজুল হাকিম।

আরো পড়ুন : পদ্মা সেতুর ওপর যা যা নিষেধ থাকছে

ঈদের নাটকে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ঈদের নাটকে অভিনয় করতে সব সময়ই আগ্রহ পাই আমি। কারণ ঈদের সময় দর্শক থাকে বেশি। তাই বেশিসংখ্যক দর্শকের সামনে থাকার লোভটা থেকেই যায়। শুধু এই দুটোই নয়, আরও কয়েকটি ঈদের নাটকে অভিনয় করার পরিকল্পনা আছে আমার।

এদিকে প্রচার চলতি দুটি ধারাবাহিক নাটকের কাজ নিয়েও ব্যস্ত সময় কাটছে এই অভিনেতার। নাটক দুটির নাম হচ্ছে- ‘বকুলপুর-২’ ও ‘কমলাপুরের বিজলী’। গত ঈদে তার অভিনীত এসএ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমা মুক্তি পেয়েছিল।

মুক্তির অপেক্ষায় আছে জাহিদ শাওনের পরিচালনায় ‘মিঠুর একাত্তর যাত্রা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা।