বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় খলনায়ক হচ্ছেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। আর এই সিনেমার জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক পেতে যাচ্ছেন বিজয়।
টলিউড ডটনেটের এক প্রতিবেদনে জানিয়েছে, শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করবেন অভিনেতা বিজয় সেতুপতি। এতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। সাধারণত বিজয় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।
কিন্তু শাহরুখের এ সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়ে ২১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি ১৬ লাখ টাকার বেশি) চেয়েছেন এই অভিনেতা। এর মাঝে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন বিজয়। কারণ ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করবেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।