গত বছরের ৩ অক্টোবর মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। পরে ওই মাসের ৩০ তারিখ জেল থেকে ছাড়া পান তিনি। এর পর ঘোষণা এসেছিল অভিনয় করবেন আরিয়ান। পরে আবার শোনা গেল অভিনয় নয়; বরং বলিউডে পরিচালনায় অভিষেক করতে যাচ্ছেন শাহরুখপুত্র। আর এবার জানা গেল, ফিল্মে ক্যারিয়ার গড়ার পাশাপাশি মদের ব্যবসাও শুরু করতে যাচ্ছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নতুন ব্যরবসা শুরুর কথা ঘোষণা করেন আরিয়ান। একটি লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। নাম ডি’ইআভিওএল। ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে তার এই ব্র্যাটন্ডে। তবে সবটাই লাক্সারি। এখানে যেমন টি-শার্ট, হুডি, জ্যা কেট পাওয়া যাবে, তেমন মদপানের সঙ্গে যুক্ত বিভিন্ন সরঞ্জামও মিলবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।