গত কয়েক দিন ধরে ঢালিউড পাড়ায় আলোচনার শীর্ষে বুবলী-শাকিব খান ইস্যু। মূলত বেবি বাম্পের ছবি প্রকাশের পরই জনপ্রিয় এই চিত্রনায়িকাকে নিয়ে আলোচনা শুরু হয়। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই অভিনেতা শাকিব খানের নাম। তবে সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করেন শাকিব-বুবলী।
শুক্রবার নিজ নিজ ভেরিফায়েড ফেসবুকে বিয়ের কথা স্বীকার করেন শাকিব-বুবলী। তারা জানান, তাদের সন্তান পৃথিবীর আলো দেখেছে। যান নাম শেহজাদ খান বীর। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এ তারকা জুটির ছোট্ট ছেলে শেহবাজ খান বীরের ছবি। যেটি দেখে অনেকেই নানা মন্তব্য করছেন। রোববার বেলা ১১টার পর ছেলের দুটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন বুবলী।
ছেলের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন বুবলী। যেখানে তিনি ছেলের জন্য দোয়া চেয়েছেন। সেই সঙ্গে ভক্ত-শুভাকাঙক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন এই নায়িকা। বুবলী লিখেছেন- ‘আমার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। দয়া করে তাকে প্রার্থনায় রাখুন।’
ছবিতে দেখা যায়, মাথায় সাদা টুপি, গায়ে নীল পাঞ্চাবির সঙ্গে মানাইসই কটি পরা শিশু বীর উপরের দিকে উৎসুক চোখে তাকিয়ে কী যেন দেখছে।
বুবলীর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। এক ঘণ্টায় ৮২ হাজার মানুষ এতে লাইক করেছেন। কমেন্ট ঘরে ১২ হাজার মন্তব্য জমা পড়েছে। আর শেয়ার করেছেন প্রায় আড়াইশ’ ফেসবুক ব্যবহারকারী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।