বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও অনিল কাপুরের কন্যা সোনম কাপুর। সম্প্রতি নিজের ছেলের সঙ্গে প্রথমবারের মতো ছবি শেয়ার করেছেন তিনি।
বুধবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েহে, মঙ্গলবার সোনম কাপুর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করেন। ছবি থেকে দেখা যায় সোনম, তার স্বামী আনন্দ এবং পুত্র বায়ু তিনজনেরই গায়ে হলুদ রঙের কাপড়।
ছবির ক্যাপশনে সোনম কাপুর লিখেন, ‘সেই শক্তির চেতনায় উদ্ভাসিত যা আমাদের জীবনে নতুন অর্থ নিয়ে এসেছে…হনুমান ও ভীমের চেতনায় যারা অসীম সাহস ও শক্তিকে আমাদের জীবনে মূর্ত করে…যা পবিত্র, জীবনদাতা এবং চিরন্তন আমাদের, সবার চেতনায়। আমরা আমাদের ছেলে বায়ু কাপুর আহুজার জন্য আশীর্বাদ চাই।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।