সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনায়ক সিয়াম আহমেদকে এবার দেখা যাবে একটি সংগীত বিষয়ক প্রতিযোগিতার বিচারকের আসনে। তার অংশ নেওয়া ‘স্কয়ার সুরের সেরা’ নামের এই প্রতিযোগিতার বিশেষ পর্বটি প্রচার হবে শনিবার (১২ মার্চ)।
জানা গেছে, এদিন প্রতিযোগিতার সেরা-১০ থেকে বাদ পড়ে যাওয়া ৬ জন গাইবেন নিজেদের পছন্দের গান। এই পর্বের বিজয়ী পাবেন সেরা-৫ এ প্রবেশ করার সুযোগ। এই পর্বে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন সিয়াম।
অতিথি বিচারক সিয়াম পুরোটা সময় অনুপ্রেরণা দিয়েছেন প্রতিযোগীদের। গান শুনে আবেগাপ্লুত হয়েছেন, মঞ্চে নেচেছেন প্রতিযোগীদের সঙ্গে। এছাড়াও পছন্দের প্রতিযোগীর গানে ভবিষ্যতে কোনও প্ল্যাটফর্মে অভিনয় করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
সিয়াম বলেন, গানের প্রতিযোগিতায় অতিথি বিচারক হিসেবে অংশ নেওয়ার পুরোটা সময় দারুণ উপভোগ করেছি। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বেশ ক’জন ভালো সংগীতশিল্পী পাবো।
এই অভিনেতার সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীতশিল্পী পিন্টু ঘোষও থাকবেন।
এ আয়োজনের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন মৌসুমী মৌ। অজয় পোদ্দারের প্রযোজনায় মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।