গত কয়েক মাস ধরে মারাত্মক অসুস্থ ‘তোমার হাত পাখার বাতাসে’ খ্যাত কন্ঠশিল্পী আকবর আলী গাজী। এরইমধ্যে বেশ কয়েক দফায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। হয়েছে অস্ত্রোপচার। খরচা হয়েছে অনেক টাকা। গত বুধবার ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে আকবর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার তার ডান পায়ে ফের অস্ত্রোপচার করা হয়েছে। তবে তাতে তেমন লাভ হয়নি। পা-টি কেটে ফেলতে হতে পারে!

আরোও পড়ুন: বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপ: ১ম রাউন্ডে জয়ী রবি ক্রিকেট দল

বোয়ালমারীতে অর্থ ঋণের মামলায় ওষুধ কোম্পানীর প্রতিনিধি গ্রেপ্তার

চিকিৎসকদের বরাত দিয়ে এসব কথা জানিয়েছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। পাশাপাশি তার মেয়েও ফেসবুকে বিষয়টি জানিয়েছেন। গায়কের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘বৃহস্পতিবার ১৮ জন ডাক্তার মিলে বোর্ড মিটিং করেছেন। তারা জানিয়েছেন, এবার শারীরিক অবস্থা বেশি খারাপ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, কিডনির অবস্থা ভালো নয়, ডায়ালাইসিস করাতে হবে।’

আকবরের পায়ে পচন ধরেছে জানিয়ে কানিজ ফাতেমা বলেন, ‘পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। ডাক্তার বলেছেন, হয়তো পা কেটে ফেলতে হবে। কারণ জীবাণু হাড় পর্যন্ত পৌঁছে গেছে। পা এখন কেটে না ফেললে তা ছড়িয়ে পড়বে। ডাক্তাররা নানাভাবে বিষয়টি দেখছেন, দেখা যাক কি হয়। আপনারা ওর জন্য দোয়া করবেন। যাতে ও সুস্থ হয়ে আবার বাসায় ফিরতে পারে।’

এসব সমস্যা ছাড়াও আকবরের শরীরে সোডিয়াম, হিমোগ্লোবিন, ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে বলেও জানান কানিজ ফাতেমা। এদিকে হাসপাতালে তোলা অসুস্থ আকবরের দুটি ছবি ফেসবুকে পোস্ট করে তার মেয়ে অথৈ লিখেছেন, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে।’