ছন্দ, ছড়া ও গানের তালে যোগব্যায়াম নিয়ে দুরন্ত টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দুরন্ত সময়। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস এবং বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে দুরন্ত সময়ের একটি বিশেষ পর্ব নির্মাণ করা হয়েছে। এ পর্বে কুশল রায় জয় থাকবেন নতুন যোগব্যায়াম নিয়ে।

ছন্দের তালে তালে শিশুদের উপযোগী যোগব্যায়াম প্রাণবন্ত করে উপস্থাপন করা হবে এই অনুষ্ঠানে। একটি অংশে শিশুদের সঙ্গে ছবি আঁকবে তানভিক জাহান স্বর্ণা। মজার গল্প নিয়ে হাজির হবেন শেউঁতি শাহগুফতা। বিনোদনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা প্রকাশ দুরন্ত সময়ের লক্ষ্য।

আনন্দময় শিক্ষা ও বিনোদনের চমৎকার এই অনুষ্ঠানের পান্ডুলিপি রচনা করেছেন অলোক বসু। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন-পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসের বিশেষ পর্বটি দুরন্ত টেলিভিশনে প্রচার হবে মঙ্গলবার সকাল ৯টায়, দুপুর ২টা ৩০টায় এবং রাত ৯টায়।