বাদশাহ শাহরুখ খান। টুইটারে পোস্টে, ‘SRK+’ নামে কিছু একটার কথা বলছিলেন শাহরুখ খান। এতেই সবাই ধারণা করে নেয়, নতুন ওটিটি প্লাটফরম লঞ্চ করতে যাচ্ছেন শাহরুখ।
সালমান খানের একটি টুইট ঘিরে গুঞ্জন আরও বাড়তে থাকে। পরে জানা গেল, না, আলাদা করে কোনো ওটিটি প্লাটফরম লঞ্চ করছেন না শাহরুখ। পুরোটাই বিজ্ঞাপনী চমক। বুধবার (১৬ মার্চ) জানা গেল, SRK+ কোনো অ্যাপ নয়, একটি বিজ্ঞাপনী প্রচার।
সাধারণ মানুষ থেকে সুপারস্টার সবাই সেই বিজ্ঞাপনী প্রচারের ফাঁদে পড়েছেন। ওটিটি প্লাটফরম লঞ্চ করার জন্য শুভেচ্ছা জানিয়ে পার্টিই চেয়ে বসেন সালমান। বলিউডের আরও অনেক বড় তারকারা শুভেচ্ছা জানান শাহরুখকে। আসলে শাহরুখ খান আর অনুরাগ কাশ্যপকে নিয়ে একটি বিজ্ঞাপন তৈরি করেছে Disney+ Hotstar। সেটির প্রচার কৌশলই SRK+ অ্যাপ।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।