গল্পের প্রয়োজনে পর্দায় যেমন খোলামেলা রূপে অভিনয় করেন, আবার নিজের স্বাচ্ছন্দ্য মতো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোলামেলা ছবি। এসব কারণে প্রায়শই সমালোচনা সহ্য করতে হয় স্বস্তিকাকে।
নেটিজেনদের নোংরা মন্তব্য অনেকটা সয়ে গেছে তার। এবার পোশাক ও শরীর নিয়ে মানুষের কটূ কথার জবাব দিলেন অভিনেত্রী। স্পষ্ট ভাষায় স্বস্তিকা বলেন, ‘আমার স্তন কিংবা আমার শরীরের কোনো অঙ্গ, সেটাকে ব্যক্তিগতভাবে যেভাবে খুশি মেলে ধরব, তা নিয়ে কারোর কোনও অসুবিধা হলে, দায় আমায় নয়।
কোন পোশাক পরবো, তা আমিই ঠিক করবো।’ স্বস্তিকা আরও বলেন, ‘কোনও পাবলিক ফিগার সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলে সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়। অনেক বেশি আঙুল ওঠে। সোশ্যাল মিডিয়ায় আমি নানান কিছু পোস্ট করি।
সেটা কোনো সেমিনার, কোনো ছবি বা বক্তব্য হতে পারে। আমার মনে হয়, আমি সাহস করে কিছু পোস্ট করলে বা কোনো বক্তব্য রাখলে সেটা সাধারণ কোনো নারীকে অনুপ্রাণিত করতে পারে।’ সোশ্যাল মিডিয়ায় বহুবার ট্রলের শিকার হয়েছেন স্বস্তিকা। একটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ‘একবার আমি একটা ছবি পোস্ট করেছিলাম, যেখানে আমার স্তন নিয়ে নানান আলোচনা, কু-মন্তব্য উঠে এসেছিল।
আমি বলেছিলাম, পেশায় যখন আমি একজন অভিনেত্রী কিংবা গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্যক্তি, তখন চরিত্রের প্রয়োজনে, দর্শকদের জন্য স্তনকে বা চেহারাকে যেভাবে তুলে ধরা দরকার, সেটা আমি করবো। সেখানে আমি বডি সিমার লাগাতে পারি, প্যাডেড কিংবা পুশআপ ব্রা পরতে পারি। তবে ব্যক্তিগত জীবনে আমি ব্রা পরে বা না পরে, যেভাবে খুশি ছবি পোস্ট করতে পারি। আমার চেহারার কোনো অঙ্গ হয়ত কারোর অপছন্দ হতে পারে।
আমার ব্যক্তিগত কিছু নিয়ে কারোর অসুবিধা হলে তার দায় আমার নয়।’পর্দায় হোক কিংবা সোশ্যাল মিডিয়ায়, কখনোই রাখঢাক পছন্দ করেন না টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গল্পের প্রয়োজনে পর্দায় যেমন খোলামেলা রূপে হাজির হন, আবার সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন সাহসী ছবি। আর এ জন্য প্রায়ই কটাক্ষের শিকার হতে হয় এ অভিনেত্রীকে।
তবে নেটিজেনদের এসব নেতিবাচক মন্তব্য অনেকটা সয়ে গেছে তার। এবার পোশাক ও শরীর নিয়ে মানুষের কটাক্ষের জবাব দিলেন এ অভিনেত্রী।
স্পষ্ট ভাষায় স্বস্তিকা বলেন, নিজেকে যেভাবে খুশি সেভাবে মেলে ধরবেন, তা নিয়ে কারো কোনও অসুবিধা হলে, দায় তার না। আর কোন পোশাক পরবেন, তা একমাত্র তিনিই ঠিক করবেন।
স্বস্তিকা আরও বলেন, কোনও পাবলিক ফিগার সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলে সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়। তিনিও নানা বিষয়ে পোস্ট করে থাকেন। সেটা কোনো সেমিনার, কোনো ছবি বা বক্তব্য হতে পারে। অভিনেত্রী মনে করেন, সাহস করে কিছু পোস্ট করলে বা কোনো বক্তব্য রাখলে সেটা সাধারণ কোনো নারীকে অনুপ্রাণিত করতে পারে।
স্বস্তিকার মতে, শরীরের গড়ন, রঙ কিংবা কাজ নিয়ে নারীদের হীনমন্যতায় ভোগা উচিত নয়। মানুষের কথায় গুরুত্ব না দিয়ে বরং নিজের ইচ্ছে মতোই চলা উচিত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।