সম্প্রতি শাকিব খান ও বুবলীর সন্তানের খবর মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন চিত্রনায়িকা বর্ষা। এরপরই শাকিবের সন্তানের ব্যাপারে পরামর্শ দিয়েছেন এ জনপ্রিয় অভিনেত্রী।

শাকিবের দ্বিতীয় সন্তান প্রসঙ্গে অভিনেত্রী বর্ষা বলেন, প্রেম, বিয়ে লুকিয়ে রাখা গেলেও একটি শিশুকে কখনও লুকিয়ে রাখা যায় না। তাছাড়া একটি শিশুর কখনই কোনো দোষ থাকে না। শিশু সব সময় নিষ্পাপ হয়। তিনি আরও বলেন, শাকিবের দ্বিতীয় সন্তান পৃথিবীতে এসেছে, আমরা সবাই তাকে দেখেছি। এখন এই শিশুটিকে যেন বুবলী আর শাকিব ভাইয়া ভালোভাবে লালন পালন করে।

 

সুন্দর ফুটফুটে গোলাপের মতো শিশুটির ওপর বেশি যত্নশীল হন। শিশু শেহজাদের প্রতি অনেক দোয়া আর ভালোবাসা জানানোর পাশাপাশি তারা যেন সুখে শান্তিতে থাকেন এই দোয়াও করেছেন অভিনেত্রী বর্ষা।