সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও সংগীত প্রশিক্ষক শেখ জসীম, নন্দিত দুই সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও রাজীব এবারই প্রথম একটি অনুষ্ঠানে একসঙ্গে বিচারকের ভূমিকায় থেকে বিচারকার্য সম্পন্ন করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর ‘ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘ’ আয়োজিত প্রতিভা অন্বেষণের ৪১তম আসরে দেশের গানের প্রতিযোগীদের বিচারকার্য সম্পন্ন করেছেন তারা তিনজন। ক, খ ও গ বিভাগে মোট ৫০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে শেখ জসীম বিভিন্ন রিয়েলিটি
শোর বিচারক হিসেবে কাজ করলেও এবারই প্রথম দিঠি আনোয়ার ও রাজীব বিচারক হিসেবে কাজ করেছেন।

আরোও পড়ুন:

ইসরায়েলে সেনাবাহিনীর অভিযানে অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত

রক্ত পরীক্ষায় জানা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

এমন একটি প্রতিভা অন্বেষণের বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে শেখ জসীম বলেন, আসলে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, তাদের এখনো অনেক শেখার আছে, জানার আছে। তবে আমরা কিছু শিল্পী পেয়েছি বেশ ভালো, সেটিও খুব কম। আমার কাছে মনে হয় যে, এ ধরনের প্রতিযোগিতায়

যেসব শিল্পী অংশগ্রহণ করে, তাদের যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন, তাদের শিল্পকলায় বিশেষভাবে প্রশিক্ষণ দিলে সত্যিকারের শিল্পী বের হয়ে আসার সম্ভাবনা বেড়ে যাবে অনেকাংশে। যাই হোক, আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ এমন চমৎকার আয়োজনের জন্য।