দীর্ঘদিন পর আবারো সিনেমার শুটিংয়ে ফিরেছেন শাহরুখ। বর্তমানে একাধিক সিনেমার শুটিং করছেন তিনি। এর মধ্যে একটি ‘ডানকি’। সিনেমাটি তার বিপরীতে আছেন তাপসী পান্নু।
এদিকে প্রায়ই ইন্টারনেটে সিনেমাটির শুটিং সেটের ছবি ফাঁস হচ্ছে। অনেক চেষ্টার পরও তা আটকাতে পারছেন না নির্মাতারা। এবার ফাঁস হয়েছে ‘ডানকি’ ছবিতে শাহরুখ ও তাপসীর লুক।
বর্তমানে লন্ডনে ‘ডানকি’ সিনেমার শুটিং চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, রাস্তায় হাঁটু গেড়ে বসে রয়েছেন শাহরুখ। পাশে দাঁড়িয়ে নায়িকা তাপসী। দু’জনের পিঠে বিশাল ব্যাগ, বোঝাই যাচ্ছে কোনো ভ্রমণে বেরিয়েছেন তারা।
এর আগেও সিনেমাটিতে শাহরুখের একটি লুক ভাইরাল হয়েছিল। সেই ছবেত এই অভিনেতাকে খুব সাদামাটা একটা শার্ট আর কালো প্যান্টে দেখে গেছে।
‘ডানকি’ পরিচালনা করছেন রাজকুমার হিরানি। এর আগে ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি। অনেকদিন থেকে সিনেমাটি নিয়ে গুঞ্জন শোনা গেলেও চলতি বছর এপ্রিলে এটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন শাহরুখ ও হিরানি। আগামী বছর ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।