ছেলের সিনেমা দেখে আবেগ তাড়িত হয়ে কেঁদে ফেললেন মা! এমনটাই ঘটেছে দেশজুড়ে তুমুল আলোচিত ‘পরাণ’ সিনেমার অভিনেতা শরিফুল রাজের সাথে।
নিজের ব্যবসা সফল সিনেমা ‘পরাণ’ দেখাতে মঙ্গলবার (২ আগস্ট) মহাখালীর স্টার সিনেপ্লেক্স শাখায় মাকে নিয়ে আসেন রাজ। সিনেমায় ছেলের অভিনয়ে দেখে আবেগী হয়ে পড়েন মা জাহানারা বেগম। সিনেমা শেষে দর্শকরা যখন রাজের সাথে ছবি তুলতে আবদার ধরে, তখনই আবেগী হয়ে পড়েন রাজের মা।
এসময় মাকে জড়িয়ে ধরেন রাজ। সাথে সাথেই রাজের কপালে চুমু খেয়ে দোয়া দেন জাহানারা বেগম। মায়ের এমন আচরণ ছুঁয়েছে রাজের মনও। গণমাধ্যমকে রাজ বলেন, ‘মায়ের এমন আদরে আমি ঘোরের মধ্যে আছি। আম্মুর আমার সিনেমা ভালো লেগেছে, এটাই বড় কথা। আম্মু গল্পের কারণে বেশ আবেগী হয়ে গিয়েছিলেন।’ এদিন সিনেমাটি দেখতে হলে আরও এসেছিলেন পরাণের পরিচালক রায়হান রাফির বাবা-মা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।