পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার ইস্যুতে এবার মুখ খুললেন কলকাতার তারকা অভিনেতা দেব। গতকাল শুক্রবার (২৯ জুলাই) কলকাতায় একটি গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি যে রাজনীতি বুঝি, সেটার জন্য দলের বদনাম যেন না হয়।’
তিনি আরও বলেন, এমন কোনো কাজ করতে চাই না যে যার জন্য দল কিংবা আমার পরিবার, বন্ধুবান্ধব অপমানিত হন। ঘাটাল তৃণমূল কংগ্রেস থেকে পরপর দুবারের নির্বাচিত সংসদীয় এলাকার সংসদ সদস্য দেব। অভিনেতার বাইরে তার নিজস্ব রাজনৈতিক চরিত্রও রয়েছে। ফলে দেবের এমন মন্তব্য অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এরই মধ্যে শিক্ষা নিয়োগে দুর্নীতি মামলায় তোলপাড় পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতি। এ মামলায় গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার কথিত ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ও। তদন্তে নেমে প্রায় ৫০ কোটি টাকা, কয়েক কেজি সোনা এবং একাধিক নথি উদ্ধার করেছেন ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দারা।
জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকরসব তথ্যও। তৃণমূল কংগ্রেস দল এবং সরকার চরম বিব্রতকর পরিস্থিতি মোকাবিলায় শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে বরখাস্তসহ তার দলীয় সব দায়িত্ব থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাজনৈতিক নেতা-নেত্রীদের পাশে আওয়াজ তুলছেন বিদ্বজনরাও।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।