মোঃ ইমরান হোসেন | মাগুরা প্রতিনিধিঃ আজ ২রা মার্চ ঐতিহাসিক দিন।ইতিহাসের এই দিনে ১৯৭১ সালে দেশে সর্ব প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বানিয়াবহু কাওড়া কাদেরিয়া আলিম মাদ্রাসার শিক্ষক পরিবার শিক্ষা সফর করলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও নির্মানাধীন স্বপ্নের পদ্মাসেতু ভায়া ফরিদপুরের ভাঙ্গার অপরুপ সৌন্দর্য।

ভ্রমণের উদ্দেশ্যে সকাল ৭.০০ ঘটিকায় সকল শিক্ষক ও পরিবারের সদস্য মাদ্রাসা চত্বরে উপস্থিত হয়ে যাত্রা শুরু করে।মহম্মদপুর উপজেলার বিনোদপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত বানিয়াবহু কাওড়া কাদেরিয়া আলিম মাদ্রাসা ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি অভিভাবক সম্মেলন,বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক,ধর্মীয় উৎসব এবং শিক্ষাসফরও প্রতি বছর করে থাকে।এরই ধারাবাহিকতায় এ বছর জাতির পিতার স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া ও পদ্মাসেতু ভ্রমণ করলেন। শিক্ষাসফরে প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ জনাব মাও. মোঃ আছাদুজ্জামান সাহেব সামনে থেকে নেতৃত্ব দেন এবং সার্বিক পরিচালনা করেন উপাধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রহিম এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন মাদ্রাসার গভর্নিংবডির সম্মানিত সভাপতি জনাব আব্দুস সালাম সাহেব।সহযোগিতায় মাদ্রাসার শিক্ষকমন্ডলী।দুপুরে টুঙ্গিপাড়া ভ্রমণশেষে বিকালে পদ্মাসেতু দেখে রাত ৮.০০ ঘটিকায় গন্তব্যে ফিরে আসার জন্য রওনা দেয়।পথিমধ্যে ভাঙ্গার নান্দনিক দৃশ্য দেখে সকলেই মুগ্ধ হন বলে জানা গেছে। সফর সঙ্গী কয়েকজনের নিকট জানতে চাইলে বলেন, অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে এবছরের ভ্রমণ সফল হয়েছে। আগামীতেও ইনশাআল্লাহ আরও ভালো কোন দর্শনীয় স্থানে আমাদের বানিয়াবহু কাওড়া কাদেরিয়া আলিম মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষা সফরে যাব।