দশভি দেখে অনুপ্রাণিত হয়ে উত্তরপ্রেদেশে পরীক্ষায় পাশ করলো ১২জন আগ্রা সেন্ট্রাল জেলের বন্দি। উচ্ছ্বসিত ছবির মুখ্য চরিত্রে থাকা অভিষেক বচ্চন।
দু’মাস আগে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের সিনেমা ‘দশভি’। সিনেমায় একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র বচ্চন, যে ৪০ বছর বয়সে এসে ক্লাস টেনের বোর্ডের পরীক্ষায় পাশ করে।
আরো পড়ুন: ‘এসি বিস্ফোরণে চলন্ত বাস পুড়ে ছাই’
তাও জেলে বসে। আর খবর মিলছে আগ্রা সেন্ট্রাল জেল, যেখানে ছবির শ্যুট হয়েছিল, সেখানের একাধিক সদস্য অনুপ্রাণিত হয়ে উত্তরপ্রদেশের বোর্ডের পরীক্ষা দেয় ও তাদের মধ্যে ১২ জন ভালো নম্বর পেয়ে পাশ করেছে। ২০২১ ও ২০২২ সালে আগ্রার সেন্ট্রাল জেলে হয়েছিল ছবির শ্যুটিং। মার্চ মাসে তা জেলে থাকা বন্দিদের দেখানো হয়।
এরপর সেখানে থাকা কিছু বন্দি সিনেমার দ্বারা উদ্বুদ্ধ হয়ে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেয়। দিনকয়েক আগে আসা ফলাফল থেকে জানা গিয়েছে ৯ জন ক্লাস টেনের পরীক্ষায় পাশ করেছে, আর ৩ জন টুয়েলভের। এই খবর অভিষেকের কাছে পৌঁছাতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা। জানিয়েছেন, এটা তার কাছে কোনও অ্যাওয়ার্ড পাওয়ার থেকেও বড় ঘটনা, যা হয়তো ‘দশভি’র টিম কখনো ভাবেনি।
এক বিবৃতিতে অভিষেক জানান, ‘যখন তুমি দেখো তোমার কোনও ছবি বাস্তব জীবনে কোনও মানুষের জীবন বদলাতে সাহায্য করছে তুমি খুশি হও। এটা যদিও ছবির পরিচালক তুষার আর পরীক্ষার্থীদের জন্যই সম্ভব হয়েছে। তুষারের এই গল্পের প্রতি যে বিশ্বাস ছিল আর ও যা দেখাতে চেয়েছিল, তাই সত্যি হল। এটা যে কোনো অ্যাওয়ার্ডের থেকেও বড়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।