বলিউডে সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা সিনেমা ‘লাইগার’। সিনেমাটি মুক্তির পর থেকেই নেতিবাচক চর্চা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) খবর আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ছবি শুধু যে দর্শকদের ভালো লাগেনি তা নয়, হায়দ্রাবাদের এক প্রেক্ষাগৃহে ‘লাইগার’ দেখতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা নিজেই। ছবি দেখে আবেগপ্রবণ হয়ে নয়, জানালেন কাঁদছিলেন ছবির দৈন্যদশা দেখেই। চূড়ান্ত ফলাফল এমন হবে তিনি নাকি ভাবেননি। বলিউডে নিজের প্রথম অভিনয় দেখে বিজয় নিজেই হতাশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৫ আগস্ট মুক্তির পরই হাসির খোরাক হয়ে উঠেছে ‘লাইগার’। প্রেক্ষাগৃহ ফাঁকা। যারা ছবিটি দেখেছেন তাদের ব্যঙ্গ-বিদ্রূপে ভরে গেছে সামাজিকমাধ্যম। অনেকেই বলেছেন, নায়িকা অনন্যা পাণ্ডের দুর্বল অভিনয় বেশি করে চোখে পড়ছে সবার। সেই সঙ্গে দুর্বল চিত্রনাট্য এবং চিত্রগ্রহণ- সব মিলিয়েই বক্স অফিসে ধরাশায়ী পুরী জগন্নাথ পরিচালিত ‘লাইগার’।