পাকিস্তানি টিভি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডেটিং গুজব ছড়িয়েছে। আর এতেই আলোচনা এবং সমালোচনা হচ্ছে দুই দেশেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ-পুত্র আরিয়ান খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সাদিয়া। তারপর থেকেই শুরু হয় তাদের ঘিরে প্রেমের গুঞ্জন।
আরিয়ান কি তা হলে পাক-সুন্দরীর প্রেমে পড়েলেন? সিটি টাইমসের সাথে কথোপকথনে এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, লোকেরা সম্পূর্ণ বিষয়টি না জেনেই আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গল্প তৈরি করছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। খবরের শিরোনাম করার ক্ষেত্রে একটা সীমা থাকা দরকার বলেও ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।
সাদিয়া আরও বলেন, ‘এটা খুবই অদ্ভুত ব্যাপার। কি ভাবে পুরোটা না জেনে কেউ ভুলভাল কথা রটাতে পারে? আমার কিংবা আরিয়ানের সঙ্গে এ নিয়ে একটাও কথা বলেনি কেউ।
গুজবেরও একটা সীমা থাকা দরকার। আমরা মোটেও প্রেম করছি না। তা ছাড়া আমি একমাত্র নারী নই, যে সে দিন আরিয়ানের সঙ্গে ছবি তুলেছিল।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।