হেলিকপ্টারের ভেতরে বসে আছেন টলিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। আরেকটি ছবিতে দেখা যায়, হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে মিমি তার ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেন। তাতে এভাবে ফ্রেমবন্দি হয়েছেন এই নায়িকা।
এসব ছবির কমেন্ট বক্সে দেশের অনেক তারকা লিখেছেন—‘বাংলাদেশে আপনাকে স্বাগতম।’ মিমি কি বাংলাদেশে? এখন তিনি কোথায় আছেন—এমন প্রশ্ন নেটিজেনদের। আবার নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন মিমি এখন বরিশালে। হ্যাঁ, মিমি এখন বরিশালে অবস্থান করছেন। আর এ তথ্য জানিয়েছেন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসও।
এ শিল্পী একঝাঁক তারকা নিয়ে গতকালই বরিশালে উড়ে গেছেন। কিন্তু মিমির আকস্মিক বাংলাদেশ সফরের কারণ কী? জানা যায়, আজ সন্ধ্যায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হবে ‘জয় বাংলা উৎসব’। এতে যোগ দিতে বাংলাদেশে এসেছেন মিমি। শুধু মিমি নন, বাংলাদেশের একঝাঁক তারকা শিল্পী উড়ে গেছেন বরিশালে।
এ তালিকায় রয়েছেন—চিত্রনায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, চিত্রনায়ক ফেরদৌস, নিরব, ইমন, সংগীতশিল্পী মমতাজ, পূজা, প্রতীক হাসান, বালাম, পারভেজ সাজ্জাদ, ঐশী, লুইপা প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।