ভারত-বাংলাদেশে সমানতালে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরই মধ্যে কলকাতার আলোচিত ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি। সিরিজটিতে বহ্নি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সিরিজটিতে কাজ করতে গিয়ে মিথিলাকে থাকতে হয়েছে নিষিদ্ধপল্লি নীল কুঠিতে! কাজ করতে গিয়ে যৌনপল্লিতে বসবাসের অভিজ্ঞতার কথা জানান মিথিলা।

তিনি বলেন, গল্পটি শোনার পর এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা, জড়তা কাজ করেনি। এটা সমাজের একটা বাস্তব চিত্র। একটা অবহেলিত গোষ্ঠীর গল্প। আমি মনে করি, সমাজে প্রতিটি পেশার মানুষের মতো যৌনকর্মীদেরও অবদান আছে। ওরা (যৌনকর্মী) আছে বলেই নারীরা এত নিরাপদে আছেন।

মিথিলা আরও বলেন, মানুষ কেন যৌনকর্মীর জীবন দেখবে না? কেন তাদের কষ্ট বুঝবে না? আমাদের পাশে কেন ওরা জায়গা পাবে না? সেসব বিষয় নিয়ে এই সিরিজটি হয়েছে। যৌনপল্লির প্রকৃত চেহারা বা পরিবেশই এই সিরিজে দেখানো হয়েছে।

‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে বহ্নি চরিত্রে অভিনয়ের বিষয়ে সৃজিত মুখার্জি নিষেধ করেছিল কি না- এমন প্রশ্নে মিথিলা জানান, তার পেশাগত কোনো ব্যাপারে সৃজিত মাথা ঘামান না। কোন চরিত্রে অভিনয় করবেন না-করবেন, তা শুধু মিথিলাই ঠিক করেন।