বেশ কয়েকদিন থেকে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় আছেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা রিয়াজ। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মূলত তার এই আলোচনায় আসা।
নির্বাচনকে কেন্দ্র করে মগবাজার কনভেনশন সেন্টারে হয়েছে কাঞ্চন-নিপুণ প্যানেলের পরিচিতি পর্ব। পরিচিতি সভায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘নানা নম্বর থেকে আমাকে কল দিয়ে বলা হয়েছে, এফডিসিতে এলে হত্যা করা হবে। যেসব নম্বর থেকে ফোন দেওয়া হয়েছে, সেগুলো সংরক্ষণ করে রেখেছি।’ তিনি আরও বলেন, ‘আমি কাউকে দোষারোপ করছি না।
বিগত কয়েক দিন ধরে অনেক রকম নম্বর থেকে ফোন আসছে। যে নম্বরগুলো জীবনে কখনো দেখিনি। ফোন দিয়ে বলে, এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত-পা ভেঙে ফেলবে। আমি রিয়াজকে তারা খুন করবে। জিডি করিনি, কাউকে বলিনি। যত দূর ব্যবস্থা নেওয়ার, আমি নিয়েছি।’
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।