বলিউডের দুই তারকা কঙ্গনা রানাউত ও হৃত্বিক রোশানের দ্বন্দ্ব বহুদিনের। এবার হৃত্বিক রোশানকে নিয়ে কটাক্ষ মন্তব্য করেছেন দেশটির আলোচিত সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে নায়িকা তার রিয়্যালিটি শো ‘লক আপ’-এ হৃত্বিককে ইঙ্গিত করে বলেন, এতদিন যারা তাকে এড়িয়ে চলছিলেন, এই রিয়্যালিটি শো’র উপস্থাপক হওয়ার পর তারাও খাতির জমানোর চেষ্টা করছেন। কঙ্গনা আরও বলেন, ‘মানুষ নিজেদের পাঁচ আঙুল লাগিয়ে হাত জোর করছে…এদিকে ছয় আঙুলের লোকদেরও গলা শুকিয়ে যাচ্ছে’।

হৃত্বিকের এক হাতের ছয় আঙুলের কথা কারও অজানা নয়। আর তাই কঙ্গনা হৃত্বিকেই উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন সেটি বুঝতে বাকি নেই।

 

কলমকথা/সাথী