গত বছর মুক্তি পাওয়া ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি দিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এবার তিনি নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন বলে ভক্তদের সুখবর জানালেন।

সিনেমাটির নাম ঠিক না হলেও নাম মূল চরিত্রে অভিনয় করবেন বলে জ্যোতি জানান। তবে সিনেমার নাম বা গল্প বলতে নারাজ এ অভিনেত্রী। তিনি জানান, আপাতত চলচ্চিত্রটির নাম বলা বারণ, সব ঠিকঠাক থাকলে এটি হবে আমার ১২তম চলচ্চিত্র।

আমার বাকি সব চলচ্চিত্রের মতো এটিও আপনাদের পছন্দ ও প্রশংসার দাবিদার হবে বলেই আমার বিশ্বাস। শিগগিরই বিস্তারিত জানাব। ২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায়।

এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ সিনেমাতে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।