সংযুক্ত আরব আমিরাতে চালু হলো সব প্রবাসীর জন্য ওয়েজ প্রোটেকশন সিস্টেমের (ডব্লিউপিএস)। এর মাধ্যমে গৃহকর্মীসহ প্রবাসীদের মাসিক বেতন দিতে পারবেন নিয়োগকর্তারা। ইউএই সেন্ট্রাল ব্যাংক অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে বেতন পরিশোধ করতে পারবেন।

আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয়ের গৃহকর্মী বিষয়ক সহকারী খলিল খৌরি বলেছেন, ডব্লিউপিএসের মাধ্যমে নিয়োগকর্তা এবং শ্রমিক উভয়ের অধিকার রক্ষা করা হবে। শ্রমিকরা তাদের বেতন সময়মতো পাচ্ছেন এবং নিয়োগকর্তা শ্রমিকের বেতন সময়মতো দিচ্ছেন- তা নিশ্চিত করবে ডাব্লিউপিএস সিস্টেম।

এ সিস্টেম কর্মী এবং নিয়োগকর্তাদের মধ্যে সুসম্পর্ক নিশ্চিত করবে। এ ব্যবস্থাটি গৃহপরিচারিকা, আয়া, গৃহকর্মী, বাবুর্চি, পারিবারিক ড্রাইভার, নিরাপত্তা রক্ষী, মালি, কৃষক, প্রাইভেট কোচ, প্রাইভেট শিক্ষক, প্রাইভেট নার্স, বেসরকারি প্রতিনিধি, কৃষক, প্রকৌশলী, নাবিক, মেষপালক, বাজপাখি কেয়ার-টেকার, শ্রমিক এবং সব ধরনের সহায়ক পেশার জন্য প্রযোজ্য।