কুয়েতে বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইয়েমেন, ইরান, সিরিয়া ও সুদান এ সাতটি দেশের নাগরিকদের বাণিজ্যিক, ফ্যামেলি, ভ্রমণ ভিসা নিতে লাগবে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি।

কুয়েত সরকার অনুমোদিত টিকা গ্রহণ করা ৫৩ দেশের প্রবাসীদের বাণিজ্যিক, ফ্যামিলি এবং ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে যাদের বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি নেই, ষাটোর্ধ প্রবাসীদের বছরে ৫০০ কুয়েতি দিনার ইন্স্যুরেন্স ফি দিয়ে আকামা নবায়নের অনুমতি দেওয়া হয়েছে।

দেশটিতে করোনা পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য পঞ্চম ধাপের পরিকল্পনা প্রবেশের সঙ্গে সঙ্গে এ উদ্যোগ নেওয়া হয়।