যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী খ্যাত নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী নিহত হয়েছেন। ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান তিনি।
স্থানীয় সময় বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে সাইপ্রেস হিলস এলাকা থেকে একজন গুলির শব্দ শুনে পুলিশে ফোন দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় অচেতন হয়ে তাকে ফুটপাতে পড়ে থাকতে দেখে। পরে জ্যামাইকা হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সেখানকার এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, এই এলাকায় গোলাগুলি একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। এদিকে স্থানীয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট সংবাদমাধ্যমকে জানান, এই হত্যাকাণ্ড গাড়ি ছিনতাইয়ের জন্যও হতে পারে। এই এলাকায় অনেক অপরাধ ঘটছে। প্রতি সপ্তাহে এখানে প্রচুর লুটপাট চলে। আমাদের সাহায্য দরকার। নিউইয়র্ক সিটির চারপাশে প্রচুর গোলাগুলির ঘটনা ঘটে। এসব এখনই বন্ধ হওয়া দরকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।