প্রবাসে বসবাসরত সবাইকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করা হবে। এই এনআইডির ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটে সেরা করদাতা সম্মাননা ২০২২ প্রদান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আব্দুল মোমেন বলেন, প্রতিবছর ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ উদ্‌যাপন করা হবে।

সভায় কর কমিশনার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

সভায় জানানো হয়, গত অর্থবছর সিলেট অঞ্চলে আটশ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৩৭ কোটি টাকা কর আদায় হয়েছে। অনুষ্ঠানে সিলেট বিভাগ ও মহানগর এলাকার ৩৫ জন করদাতাকে সম্মাননা দেয়া হয়।