আগামী নভেম্বর মাসে ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। এবার মধ্যপ্রাচ্যের দেশে কাতারে এ খলা অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে ঘিরে গড়ে তুলতে হয়েছে স্টেডিয়ামসহ বিভিন্ন অবকাঠামো। আর এই কর্মযজ্ঞ বাস্তবায়নে কাজ করছে অভিবাসী শ্রমিকরা।

গত সোমবার (২২ জুন) একটি শ্রমিক অধিকার গোষ্ঠী) জানিয়েছে, বকেয়া বেতনের দাবিতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের দেশে পাঠানোর সিদ্ধান নিয়েছে কাতার।

লন্ডনভিত্তিক শ্রম অধিকার প্রচার সংস্থা ইকুইডেমের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সম্প্রতি দেশটির আল বান্দারি ইন্টারন্যাশনাল গ্রুপের দোহা অফিসের সামনে কমপক্ষে ৬০ জন অভিবাসী শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।

এর মধ্যে আবার কিছু শ্রমিক আছে-যাদের সাত মাস ধরে কোনো ধরনের বেতন দেয়া হচ্ছে না। ইকুইডেমের প্রধান মুস্তফা কাদরি বলেছেন, ‘আমরা বিক্ষোভে জড়িত কর্মীদের সঙ্গে কথা বলেছি।

যার মধ্যে একজন নেপালি নাগরিক ছিলেন যাকে ফেরত পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিক্ষোভে জড়িত নেপাল, বাংলাদেশ, ভারত, মিশর এবং ফিলিপাইনের শ্রমিকদের ফেরত পাঠানো হচ্ছে।’

কলমকথা/চন্দনা