বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী ব্রুনাই। রোববার (১৬ অক্টোবর) এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেছেন ব্রুনাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি আহমেদিন রাহমান।
রাজধানীর একটি হোটেলে এক বৈঠকে অংশ নেন ব্রুনাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি আহমেদিন রাহমান ও অর্থমন্ত্রী দাতো হাজী মোহাম্মদ আমিন লিউই আব্দুল্লাহ।
এতে বাংলাদেশের পক্ষে অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৈঠকে বাংলাদেশ হালাল খাদ্য বিপণন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বৈঠকে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নির্মাণকাজে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা রয়েছে।
ব্রুনাই বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে পারে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য ব্রুনাইকে আহ্বান জানান।
ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এ বৈঠকের আয়োজন করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।