বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি সই হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) কুয়ালালামপুরে স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ চুক্তি হয়। এতে মালয়েশিয়া যেতে বাংলাদেশি কর্মীদের বেশকিছু সুবিধার কথা বলা হয়েছে।

বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় চুক্তির বিষয়বস্তু তুলে ধরে এ তথ্য দেয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকর্তা বহন করবেন। যেমন রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ, মালয়েশিয়ায় নিয়ে যাওয়া, তাদের আবাসন, কর্মে নিয়োজিত করা এবং কর্মীর নিজ দেশে ফেরত পাঠানোর খরচ বহন করবেন।

নিয়োগকর্তা নিজ খরচে মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্ট নিযুক্ত করতে পারবেন। মালয়েশিয়া যাওয়ার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষার খরচ, ইনস্যুরেন্স-সংক্রান্ত খরচ, করোনা পরীক্ষার খরচ, কোয়ারেন্টিন সংক্রান্ত খরচসহ সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানি বহন করবে।

নিয়োগকর্তা কর্মীর মানসম্মত আবাসন, বিমা, চিকিৎসা এবং কল্যাণও নিশ্চিত করবেন। এতে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের অভিবাসন খরচ অনেক কমে যাবে বলে আশা করছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।