মালয়েশিয়া এবার ২৯ রোজা সম্পূর্ণ করে পালিত হলো ঈদুল ফিতর। করোনা মহামারী কারনে গত দুই বছর ঈদের নামাজ আদায় করতে না পারায়, মনের ভিতর একটা কষ্ট জমা ছিলো।

সব কষ্ট ভুলে গিয়ে এবার সকলে মিলে একসাথে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

মালয়েশিয়া প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায়, বিভিন্ন মসজিদ ও ঈদ গাহ স্থানীয় সাথে সাথে ৭ টি দেশের মুসলিমরা এক সাথে ঈদের নামাজ আদায় করে ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় মালয়েশিয়া বাংলা মার্কেট কোতরিয়া মসজিদে বাংলাদেশীদের একটা মিলন মেলায় পরিনত হয়। এ সময় বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসীদের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, মকবুল হোসেন মুকুল, অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল,আব্দুল বাতেন, শেখ জাঙ্গির সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।

এ সময় সাধারণ প্রবাসীরা পরিবারের সাথে ঈদ করতে না পারায় অনেক দুঃখ প্রকাশ করেন।

তবে তারা প্রবাসের মাটিতে পরিশ্রম করে ঈদে পরিবার জন্য নতুন পোষাক ঈদ সালামি দিয়ে পরে খুশি