লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় ৮১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। তাদের মধ্যে ৩২ জন বাংলাদেশের নাগরিক। বাকিদের মধ্যে ৩৮ জন মিসরের, ১০ জন সুদানের ও ১ জন মরক্কোর অধিবাসী।
তাদেরকে এরই মধ্যে তিউনিসিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (১৪ মে) তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে সবার বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে।
তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। তারা তিউনিসিয়ার উত্তর–পূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা করে। তবে তাদের নৌকাটি সমুদ্রে যাত্রার জন্য উপযুক্ত না হওয়ায় মাঝপথে সেটি নষ্ট হয়ে যায়।
উদ্ধার করা ব্যক্তিরা লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা করেন, যা তিউনিসিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে। তারা যে নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন, সেটি সমুদ্রযাত্রার জন্য উপযুক্ত নয়।
ফলে যাত্রাপথে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিউনিসিয়ার উপকূল থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপ ১৩০ কিলোমিটার দূরে। এজন্য এই পথই মানব পাচারকারীরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে।
তথ্যসূত্র: বার্তাসংস্থা এএফপি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।