কানাডায় সড়ক দুর্ঘটনায় আসিফ সৈয়দ (২৭) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) আনুমানিক রাত ৩টায় কানাডার অটোয়া হাইওয়েতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় তার চাচাতো ভাই নওশাদ সৈয়দ ও গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় অটোয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছেন। ২৭ বছর বয়সী আসিফ সৈয়দ সম্প্রতি লেখাপড়া শেষ করে চাকরিতে যোগদান করেছিলেন।
নিহতের বাবার নাম আসলাম সৈয়দ। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার বাদুড়তলায়। আসিফের মৃত্যুর খবরে কানাডার অটোয়ায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।