কুয়েত প্রবাসীদের বড় জন্য দুঃসংবাদ দিয়েছে দেশটির সরকার। কুয়েতের বাইরে ৬ মাসের বেশি কোনো প্রবাসী অবস্থান করলে তার ভিসা বাজেয়াপ্তের ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া মহামারী কারণে দেয়া অস্থায়ী ভিসা ক্রমান্বয়ে বাতিল করে দিচ্ছে দেশটির সরকার। মহামারি করোনার কারণে বৈধ আকামাধারী প্রবাসীরা ৬ মাসের বেশি কুয়েতের বাইরে থাকার অনুমতি পেলেও এবার বাতিল করা হচ্ছে সে ব্যবস্থা।

কুয়েতের রেসিডেন্সি আইন অনুযায়ী ৬ মাসের বেশি কুয়েতের বাইরে থাকার অনুমতি নেই বলে জানিয়েছে দেশটির রেসিডেন্সি বিভাগ। যেসব প্রবাসী কুয়েতের বাইরে আছেন তাদের অবশ্যই ৬ মাস শেষ হওয়ার আগেই দেশটিতে প্রবেশ করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই নিয়ম না মানা হলে রেসিডেন্সি পারমিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আকামা নম্বর ১৮, ২২ এবং ২৪ সবার জন্য একই পদ্ধতি অবলম্বন করা হবে বলে জানিয়েছে রেসিডেন্সি বিভাগ।