দেশে ২০২২ সাল পর্যন্ত এইচআইভি ভাইরাসে (এইডস) আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এরমধ্যে ২০২২ সালেই এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সচেতনতামূলক সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস রাজশাহীতে এইচআইভি-এইডস বিষয়ক এ সচেতনতামূলক সভার আয়োজন করে। এইডসে আক্রান্ত হয়ে মৃ্ত্যু হয়েছে ১ হাজর ৮২০ জনের। ২০২২ সালেই এইডসে মৃত্যু হয়েছে ২৩২ জনের।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সায়েদ মোহাম্মদ ফারুক বলেন, এইচআইভি প্রিভেনশন প্রকল্পটিতে সরকার সবার সহযোগিতা নিয়েই কাজ করছে।

তবে লোকলজ্জার ভয়ে এখনও অনেক এইচআইভি রোগী প্রকাশ্যে আসছে না বা পরীক্ষা করাচ্ছে না। তাই এইচআইভি আক্রান্ত ব্যাক্তিকে ঘৃণা করা যাবে না। তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে।