করোনার হটস্পট হয়ে উঠেছে ভারত। করোনার নতুন ধরন ওমিক্রন হানা দিয়েছে দেশটিতে।
গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫৮ হাজার আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার এই খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে— এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২০৯ জনে।
সংক্রমনের হার ১৬.২৮ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ২৫৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৪৮২ জনের।
সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।