যুক্তরাজ্যে বিগত একদিনেই মহামারি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দশ হাজারের বেশি। টানা কয়েক দিনের রেকর্ডের পর শনিবার (১৮ ডিসেম্বর) দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৯০ হাজার ৪১৮ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
লন্ডনে সংক্রমণের মাত্রা নিয়ে ‘চরম উদ্বেগের’ শহরটির মেয়র সাদিক খান। একে ‘বড় ঘটনা’ আখ্যা দিয়েছেন তিনি। সাদিক খান জানান এর মাধ্যমে পরিস্থিতি কতটা গুরুতর তা বোঝানো হয়েছে।
মেয়র সাদিক খান জানান, শুক্রবার লন্ডনে নতুন করে ২৬ হাজার করোনা আক্রান্ত হয়েছে। এতে জরুরি সেবায় কর্মীদের উপস্থিতি কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ব্রিটিশ সরকারের সর্বশেষ হিসেবে দেখা যাচ্ছে, লন্ডনের হাসপাতালগুলোতে এক হাজার ৫৩৪ জন কোভিড রোগী রয়েছেন। যাদের ২৮ শতাংশই গত সপ্তাহে ভর্তি হয়েছেন। গড়ে প্রতিদিন নতুন ভর্তি হচ্ছে দুইশ’ রোগী। ব্রিটিশ মন্ত্রীরা সতর্ক করে বলেছেন, নতুন পদক্ষেপ নেওয়া না হলে ইংল্যান্ডে প্রতিদিন হাসপাতালে ভর্তির পরিমাণ তিন হাজারে পৌঁছাতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।